‘সবাই আমাদের সিরিজ জেতার দিকে তাকিয়ে আছে’

খেলা স্লাইড

মে ১৪, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে শ্রীলংকার এখন কঠিন সময় যাচ্ছে। দেউলিয়া হয়ে যাওয়া দেশটি এখন বিশ্ব গণমাধ্যমের অন্যতম মুখরোচক টপিক। ফলে শ্রীলংকান ক্রিকেট দলের অধিনায়ক করুনারত্নকেও শুনতে হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন।

তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। করুনারত্নে বলেন, সবাই জানে কী ঘটছে। আমরা এখানে এসেছি ক্রিকেট খেলার জন্য এবং আমরা শুধু ক্রিকেট নিয়েই চিন্তা করছি। আমরা শুধু একটি কাজই করতে পারি, তা হলো দেশের মানুষের জন্য একটি ভালো ফল নিয়ে যেতে পারি।

তিনি আরও বলেন, ক্রিকেট শ্রীলংকায় এক নম্বর খেলা। সবাই এখানে আমাদের সিরিজ জেতার দিকে তাকিয়ে আছে। দেশে যত সমস্যাই হোক, যদি ক্রিকেট খেলা চলে সবাই ক্রিকেটের দিকে মনোযোগ দেয়। ব্যক্তিগতভাবে আমরা সবাই জানি দেশে কী হচ্ছে, আমরা সিরিজ জিতে মানুষকে কিছু আনন্দ দিতে চাই।