লা লিগায় ফেরার ম্যাচের আগে বার্সা শিবিরে দুঃসংবাদ

খেলা

এপ্রিল ৩, ২০২২ ১:৩২ অপরাহ্ণ

আন্তর্জাতিক বিরতি কাটিয়ে সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় ফিরছে বার্সেলোনা। তবে এর আগেই দুঃসংবাদ পেয়েছে দলটি। করোনাভাইরাস থাবা বসিয়েছে বার্সা শিবিরে। আক্রান্ত হয়েছেন কাতালান ক্লাবটির ফরোয়ার্ড লুক ডি ইয়ং।

ক্লাবের ওয়েবসাইটে শনিবার বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বার্সেলোনা। ডি ইয়ংয়ের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানানো হয়েছে।

তবে করোনা আক্রান্ত হওয়ায় নিজের মূল দলের বিপক্ষে মাঠে নামার সুযোগ হচ্ছে না গত আগস্টে সেভিয়া থেকেই ধারে বার্সেলোনায় আসা এই ডাচ ফুটবলারের। বাংলাদেশ সময় রোববার রাত ১টায় ন্যু ক্যাম্পে বার্সেলোনা-সেভিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বার্সেলোনার সবশেষ তিন ম্যাচে স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি দলটির হয়ে ২২ ম্যাচে ৬ গোল করা ডি ইয়ং।

আন্তর্জাতিক বিরতির আগে দারুণ ছন্দে ছিল বার্সেলোনা। লিগে টানা পাঁচ জয়ে পয়েন্ট তালিকায় তিনে উঠেছে তারা। ২৮ ম্যাচে ১৫ জয় ও ৯ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৪।

সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে এক ম্যাচ বেশি খেলা অ্যাথলেটিকো মাদ্রিদ।

২৯ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *