ফেসবুকে লাইভে এসে আবেগতাড়িত হয়ে কেঁদেছেন অভিনেত্রী এ্যানি খান। রোববার বেলা ১১টার দিকে তিনি লাইভে আসেন। গত রমজানে অনেকেই এই পৃথিবীতে ছিলেন কিন্তু এবার তারা নেই। তারা মৃত্যুবরণ করেছেন। এমন কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন।
অভিনয় ছেড়ে বর্তমানে অনলাইনে হিজাব ও বোরকার ব্যবসা করেন এ্যানি খান। মুসলিম ভাই ও বোনেরা একজন আরেকজনকে ভুল ধরব না। মনে রাখবেন, যে যাই করছে তা আল্লাহর জন্যই করছেন।
আমরা দেখি, যখনই যে কেউ কিছু (ভালো কাজ) করার চেষ্টা করে তার ভুল ধরার চেষ্টা করি। আসলে ভুল যারা করেন না একমাত্র ফেরেশতারা। আমরা একজন আরেকজনের ভুল ধরিয়ে দেব এমনভাবে যাতে সে মনে কষ্ট না পায়। আল্লাহ কখন কাকে কোন বিষয়ের জন্য মাফ করে দেন তা আমরা কেউ জানি না।
এর মধ্যে ইতি নামের একজন নেটিজেন এ্যানি খানের উদ্দেশে মন্তব্য করেন, আপনি কেন আই ভ্রু পরেন? এর উত্তরে এ্যানি খান বলেন, আপু, আপনার কাছে কেন এমন মনে হলো? আল্লাহ আমাকে নিজের হাতে আমাকে সুন্দর আই ভ্রু দিয়েছেন।