এপ্রিল ২২, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ণ
রাশিয়া ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের হামলা চালানো শুরু করেছে। রুশ বাহিনীর হামলায় ২০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত পাঁচ হাজার ২৬৪ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা।
বৃহস্পতিবার জাতিসংঘ হাইকমিশনার (ওএইচসিএইচআর)-এর সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, এ পর্যন্ত ইউক্রেনে দুই হাজার ৩৪৫ জন নিহত হয়েছেন। দুই হাজার ৯১৯ জন আহত হয়েছেন।
ওএইচসিএইচআরের তথ্যমতে, অধিকাংশ বেসামরিক হতাহতের রেকর্ড করা হয়েছে বিস্ফোরক অস্ত্রের ব্যবহারের কারণে। যার মধ্যে ভারি কামান, একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা ঘটনা রয়েছে।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেৎস্ককে (যা একত্রে দোনবাস নামে পরিচিত) আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর ওই দুই অঞ্চলকে বেসামরিকীকরণ, ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চিয়তা ও দেশটিকে নাৎসিমুক্ত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: আলজাজিরা