এপ্রিল ১২, ২০২২ ৮:২৯ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে চলতি বছর ১০ লাখ পবিত্র কোরআন শরীফ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে ‘মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা’ (মুনা)। এরই মধ্যে কর্মসূচির কাজ এগিয়ে চলছে পুরোদমে। এমন তথ্য জানিয়েছে সংগঠনের শীর্ষ কর্মকর্তারা।
বাংলা, ইংরেজি, চাইনিজ ও স্প্যানিশ- এই চার ভাষায় মুদ্রিত মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ বিতরণের পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করছে ‘মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা’।
লস অ্যাঞ্জেলেসে সংগঠনটির বার্ষিক ইফতার মাহফিলে প্রধান অতিথি ন্যাশনাল এসিসটেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর শায়ক আবু আহমাদ আবু উবায়দা তার বক্তৃতায় এ এসব তথ্য তুলে ধরেন।
স্থানীয় সময় রোববার হলিউড মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির লস অ্যাঞ্জেলেস চ্যাপটারের সভাপতি শামসুল আরেফিন হাসিব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনিসুর রহমান, সিটি কাউন্সিলর কেভিন ডি লিওনসহ আরো অনেকে।
পরে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।