চার বছর পর আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা ক্রিকেট দল। এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে দু’টি টেস্ট খেলবে লংকানরা। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) বিষয়টি জানিয়েছে।
আগামী ৮ মে ঢাকা পৌঁছাবে শ্রীলংকা দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৯ মে।
২৩ মে থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
টেস্ট সিরিজের আগে ১১ মে থেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শ্রীলংকা।
দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মত মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। প্রথম আসরে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলো বাংলাদেশ। ১-০ ব্যবধানে সিরিজটি হেরেছিলো বাংলাদেশ।
আর ২০১৮ সালে সর্বশেষ দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলেছিলো বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।