মিশরে অস্ত্রধারীদের গুলিতে ১১ সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক

মে ৮, ২০২২ ৯:১৮ পূর্বাহ্ণ

মিশরের সিনাই উপদ্বীপে অস্ত্রধারীদের গুলিতে অন্তত ১১ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচ সেনা।

শনিবার (৭ মে) সুয়েজ খালের একটি স্টেশনের কাছে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনাটি সন্ত্রাসী হামলা কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কেউ।

অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই ইসলামিক জঙ্গী গোষ্ঠী আইএসের সঙ্গে ঘনিষ্ঠ বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে লড়াই করে আসছে মিশরের সেনাবাহিনী। তবে সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে এই প্রধম অস্ত্রধারীদের গুলিতে একসঙ্গে এত সেনা সদস্য নিহত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *