জানুয়ারি ২, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ
নতুন বছরের প্রথম দিনেই প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান পারমাণবিক স্থাপনার পারস্পরিক তথ্য আদান-প্রদান করেছে।
রোববার সরকারিভাবে নিজেদের দেশের পরমাণু অস্ত্রের ঘাঁটির তালিকা বিনিময় করেছে দেশ দুটি।
দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের হাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সে দেশের তালিকা তুলে দেয়। একই সময়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের হাতে তুলে দেয় তালিকা।
গত তিন দশকের নিয়ম মেনে এ বিনিময় কাজ সম্পন্ন হয়েছে। দুই দেশ নিজেদের ওপর পরমাণু অস্ত্র প্রয়োগ করা থেকে বিরত থাকার জন্য ১৯৮৮ সালের ডিসেম্বরে একটি চুক্তি করে।
চুক্তিতে বলা হয়েছিল, প্রতি বছর ১ জানুয়ারি এ তালিকা বিনিময় করা হবে। দুই দেশে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলেও এ চুক্তির হেরফের হয়নি।
কাশ্মীর ও আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে গত কয়েক বছর ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। এই আবহেই দুই দেশ এ তালিকা বিনিময় করল।
এ ছাড়া দুই দেশ একে অপরের হেফাজতে থাকা কারাবন্দিদের তালিকাও বিনিময় করেছে।
পাকিস্তানে আটক ৭০৫ জন ভারতীয় বন্দির তালিকা দেওয়া হয়েছে ভারতকে। এদের মধ্যে ৫১ জন বেসামরিক নাগরিক ও ৬৫৪ মৎস্যজীবী।
আবার ভারতে আটক ৪৩৪ জন পাকিস্তানির তালিকা দেওয়া হয়েছে পাকিস্তানকে। এদের মধ্যে ৩৩৯ জন বেসামরিক নাগরিক এবং ৯৫ জন মৎস্যজীবী।