ব্রিটিশ তেল-গ্যাস কোম্পানির ৩ মাসের মুনাফা দ্বিগুণেরও বেশি

আন্তর্জাতিক স্লাইড

মে ৪, ২০২২ ৯:০৭ পূর্বাহ্ণ

তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ার পর চলতি বছরের প্রথম তিন মাসে ব্রিটিশ তেল ও গ্যাস কোম্পানি বিপি এর মুনাফা দ্বিগুণেরও বেশি হয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৩ মে) এনার্জি জায়ান্ট বিপি জানিয়েছে, এ বছরের প্রথম তিন মাসে বিপি ৬ দশমিক ২ বিলিয়ন ডলার অন্তর্নিহিত মুনাফা অর্জন করেছে। যা প্রত্যাশার তুলনায় অধিক। এদিকে গেল বছরের একই সময়ে কোম্পানিটি ২ দশমিক ৬ বিলিয়ন ডলার মুনাফা করেছিল।

তেল ও গ্যাসের অসাধারণ ব্যবসা হওয়ার কারণে মুনাফা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিপি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের শুরু থেকে তেলের দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে। অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে। একই সঙ্গে প্রাকৃতিক গ্যাসের দামও বেড়েছে। এছাড়া ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় ধাক্কা লাগার আশঙ্কা মুনাফার পরিমাণকে প্রভাবিত করেছে।

২৭ ফেব্রুয়ারি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা বাহিনীকে সীমান্ত পেরিয়ে ইউক্রেনে পাঠানোর তিন দিন পর, বিপি জানিয়েছিল, কোম্পানিটি রাশিয়ার রাষ্ট্রীয় তেল জায়ান্ট রোজনেফটের প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব ত্যাগ করার পাশাপাশি দেশটির বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানির সঙ্গে তিনটি যৌথ উদ্যোগ পরিত্যাগ করবে।

মঙ্গলবার (৩ মে) বিপি জানায়, এ সিদ্ধান্তগুলোর কারণে কর পরবর্তী চার্জ বাবদ ২৪ দশমিক ৪ বিলিয়ন ডলার লোকসান হয়েছে। সেই সঙ্গে ২০ দশমিক ৪ বিলিয়ন ডলার লোকসান হয়েছে।

সূত্র: বিবিসি ও সিএনএন