এপ্রিল ১০, ২০২২ ৮:১৪ পূর্বাহ্ণ
বেশি বেশি টেস্ট খেলার সুযোগ চান রশিদ খান। ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখন পর্যন্ত মাত্র ৬টি টেস্ট খেলেছে আফগানিস্তান। যার ৫টিতে খেলে দেশের হয়ে সর্বোচ্চ ৩৪ উইকেট শিকার করেছেন রশিদ। আরও বেশি ম্যাচ খেলতে পারলে এলিট ফরম্যাটেও দারুণ কিছু করতে পারবেন, বিশ্বাস এই লেগস্পিনারের। নভেম্বরের অস্ট্রেলিয়া সফর স্থগিত হওয়ায় হতাশ রশিদ।
আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা তিনি। যেকোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হটকেক। টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম কার্যকরী বোলার। লেগ স্পিন-গুগলিতে ব্যাটারদের বোকা বানাতে ওস্তাদ। তবে, ব্যক্তিগত অর্জন কিংবা এতো তারকাখ্যাতির পরও যেনো সুখ নেই রশিদ খানের মনে। সংক্ষিপ্ত ফরম্যাটের মেগাস্টার টেস্ট ক্রিকেটেও দিতে চান প্রতিভার প্রমাণ। এলিট ফরম্যাটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান অনেক অনেক ম্যাচে, ভিন্ন ভিন্ন কন্ডিশনে।
টেস্টে যতোটুকু খেলার সুযোগ পেয়েছেন, নিজের কারিকুরি দেখিয়েছেন রশিদ। ৫ ম্যাচে ৩৪ উইকেট নিয়ে আফগানিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে আফগানদের ঐতিহাসিক জয়ের নায়কও ছিলেন রশিদ। দুই ইনিংসে নিয়েছিলেন ১১ উইকেট।
সম্ভাবনাময় আফগান ক্রিকেটের বিকাশে বেশি বেশি টেস্ট খেলা দরকার বলে মনে করেন রশিদ খান। ভিন্ন ভিন্ন উইকেট ও কন্ডিশনে খেলাটা চ্যালেঞ্জের এবং এতে নিজের স্কিল সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যায় বলে বিশ্বাস আফগান স্পিনারের।
রশিদ খান বলেন, ‘একেক দেশের উইকেট একেক রকম। তাই ভিন্ন কন্ডিশনে ভিন্ন পরিকল্পনার প্রয়োজন। এক্ষেত্রে আমার অভিজ্ঞতা আমাকে অনেক সহায়তা করে। দীর্ঘ স্পেলে বোলিং করলে নিজের স্কিলটা বোঝা যায়। আশা করি, সামনের বছরগুলোতে আরও অনেক টেস্ট খেলার সুযোগ পাবো।’
বিশ্বের অন্যতম সেরা স্পিনার বেশি বেশি টেস্ট খেলার সুযোগ চাইতেই পারেন। তবে, নানা কারণে সে সুযোগ হারাচ্ছেন তিনি। নভেম্বরে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা টেস্ট খেলার কথা ছিলো। কিন্তু, তালেবান শাসনামলে আফগানিস্তানের নারী ক্রিকেট নিয়ে অনিশ্চয়তার জেরে ঐ ম্যাচ স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথ-লাবুশেনদের বিপক্ষে খেলতে না পারায় আক্ষেপের শেষ নেই রশিদের।
রশিদ খান বলেন, ‘খেলোয়াড় হিসেবে এটা হতাশাজনক। কারণ সবাই বড় দলের বিপক্ষে খেলতে চায়। এতে নিজের খেলায় উন্নতির সুযোগ থাকে, নতুন অনেক কিছু শেখা যায়। আশা করি, শিগগিরই অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলতে পারবো।’
এদিকে নিজের খেলা নিয়েও সবসময় ভাবেন বলে জানান রশিদ। বোলিংয়ে নতুন নতুন অস্ত্র যোগ করাতেই থেমে নেই এই লেগি। বরং ব্যাট হাতেও আরও দক্ষতার পরিচয় দিয়ে নিজেকে কার্যকর অলরাউন্ডারে পরিণত করতে চান তিনি।
তাই শুধু বোলিং নয়, ব্যাটিং দক্ষতা বাড়াতেও বিশেষ মনোযোগী রশিদ খান।
আফগানিস্তানের এই তারকা এবার আইপিএলে খেলছেন গুজরাট টাইটান্সের হয়ে। এ মৌসুমে গুজরাটের হয়ে ৩ ম্যাচে ৫ উইকেট পাওয়া রশিদ দলটির সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন।