জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ
প্রযুক্তি দিয়ে করব কৃষি সুখে থাকব দিবানিশি
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলকুচিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয় ।
বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বেলকুচি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প ডিএই এর অর্থায়নে মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয় উদ্বোধনের পূর্বে আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য -৬৬ (সিরাজগঞ্জ -৫ ) আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মোমিন মন্ডল, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার, বিশেষ অতিথি বেলকুচি পৌরসভার মেয়র মোহাম্মদ সাজ্জাদুল হক রেজা, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন সহ বেলকুচি উপজেলার সংশ্লিষ্ট অন্যান্য নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় কৃষি প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আরো অধিক ফসল উৎপাদন করা যায় সে বিষয়ে বক্তারা আলোচনা করে । আলোচনা সভা শেষে মেলার শুভ উদ্বোধন করা হয় । আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন স্টলে উন্নত মানের কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয