বিমানে রচনাকে চিঠি দিল কে?

বিনোদন

ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ

শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশেও তুমুল জনপ্রিয় ‘দিদি নম্বর ১’ টেলিভিশন গেইম শো। ২০১০ সাল থেকে চলা এই অনুষ্ঠানের আবেদন কমেনি এতটুকুও। আর এর সবই সম্ভব হয়েছে এর সঞ্চালক জনপ্রিয় টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জির জন্য। এখনও মানুষের কাছ থেকে তিনি যে ভালোবাসা পান তা অবাকই করে দেওয়ার মতো। তেমনই এক ঘটনা ঘটেছে এই প্রেমের মাস ফেব্রুয়ারিতে। ভালোবাসামাখা চিঠি পেয়েছেন রচনা ব্যানার্জি। তাও আবার বিমানে।

এমন ভালোবাসা পেয়ে আবেগ প্রকাশ করতে ভোলেননি তিনি। এ খবর সামাজিক মাধ্যমেও জানিয়েছেন ছবি শেয়ার করে।

চিঠিটি তাকে দিয়েছেন রাশমি ও রিজা নামে দুই বিমানবালা। চিঠিতে তারা লিখেছেন, মাননীয় মিস ব্যানার্জি আজকের এই যাত্রায় আপনাকে পেয়ে আমরা রোমাঞ্চিত। এত সুন্দর একটা মানুষ যিনি হাজার হাজার মানুষের অনুপ্রেরণা তার দেখা পেয়ে সত্যিই কৃতজ্ঞ। বিমানের সমস্ত কর্মীর পক্ষ থেকে ভালোবাসাও জানানো হয় তাকে।

এসময় চিঠির পাশাপাশি রাশমি ও রিজার সঙ্গে ছবি শেয়ার করতে ভোলেননি রচনা। বিমানে পাওয়া খাবারের ছবিও শেয়ার করেন। ক্যাপশনে দুই বিমানবালাকে ট্যাগ করে লেখেন, তোমাদের এই ভালোবাসা আমার মন ছুঁয়ে ফেলেছে…। এটা সত্যিই দারুণ একটা মুহূর্ত ছিল…। বিশেষ ধন্যবাদ প্রাপ্য রাশমি ও রিজার।

প্রসঙ্গত, ‘দিদি নম্বর ১’ মানেই অভিনেত্রী রচনা ব্যানার্জি। তার প্রাণখোলা হাসি ও প্রতিযোগীদের সঙ্গে জমজমাট আড্ডা ছোটপর্দার দর্শকদের মুগ্ধ করে। তাইতো এত বছর ধরে শো-এর জনপ্রিয়তা অক্ষুণ্ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *