বানর যখন স্মার্টফোনের ভক্ত

বানর যখন স্মার্টফোনের ভক্ত

চিত্র-বিচিত্র স্পেশাল

জানুয়ারি ২৩, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ণ

প্রযুক্তির যুগে হাতে হাতে স্মার্টফোন। নানা সামাজিকমাধ্যমে মগ্ন সবাই। এবার বানরও সে তালিকায় জায়গা করে নিয়েছে।

বানরেরা নাকি মানুষের মতোই আচরণ করে। মানুষের কাছ থেকে শেখে। সামাজিকমাধ্যমে ভাইরাল পুরনো একটি ভিডিও দেখলে এমনটি আরো সত্য হয়ে দাঁড়ায়।

সম্প্রতি ভারতের অরুণাচল রাজ্যের রাজনীতিবিদ ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজিজু একটি মজার ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা গেছে তিন বানর স্মার্টফোন নিয়ে ব্যস্ত। কিরণ রিজিজু লিখেছেন- এ প্রযুক্তি অবিশ্বাস্য স্তরে পৌঁছেছে।

ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি একটি স্মার্টফোন ধরে আছেন। আর তিনটি বানর আগ্রহ নিয়ে ফোন স্ক্রল করছে। মনোযোগ দিয়ে মানুষের মতোই স্মার্টফোন স্ক্রল করে যাচ্ছে তারা। বড় বানরটি যখন ফোন স্ক্রল করছিল, তখন আরেকটি ছোট বানর টানাটানি শুরু করছে।

শেয়ার হওয়া ওই ভিডিও ১৯ হাজারের বেশিবার দেখা হয়েছে। ৪০০–এর বেশি লাইক পড়েছে। মন্তব্যের ঘরে হাসির ইমোজি দিয়েছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *