বাংলাদেশেও চাহিদার শীর্ষে আর্জেন্টিনা ম্যাচের টিকিট

খেলা

মে ১০, ২০২২ ৮:২১ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, সমর্থকদের উন্মাদনা ততই বাড়ছে। কদিন আগে বিশ্বকাপ টিকিটের জন্য সমর্থকদের আবেদনের একটি পরিসংখ্যান প্রকাশ করেছিল ফিফা। যেখানে দেখা যায়, সবচেয়ে বেশি চাহিদা আর্জেন্টিনা ম্যাচের টিকিটের। মেসিদের খেলা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন ফুটবলভক্তরা। একই চিত্র বাংলাদেশেও।

মাঠে বসে কাতার বিশ্বকাপ দেখতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে সোমবার (৯ মে) শেষ দিন পর্যন্ত প্রচুর আবেদন পড়েছে। আর দেশের ফুটবল ভক্তদের চাহিদার শীর্ষে রয়েছে আর্জেন্টিনার ম্যাচের টিকিট।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ একটি গণমাধ্যমকে বলেছেন, ‘ফিফা আমাদের ধারণা দিয়েছে যে আমরা ২০০ থেকে ২৫০টি টিকিট পেতে পারি। তবে চূড়ান্ত সংখ্যাটা জানা যাবে আগামী ১২ মের পর। এখন পর্যন্ত আমরা আবেদন পেয়েছি ৪৪৭টি। যার মধ্যে অধিকাংশই একের অধিক টিকিট চেয়েছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে আর্জেন্টিনার ম্যাচের টিকিটের জন্য।’

কদিন আগে ফিফা জানায়, প্রায় ২ কোটি ৩৫ লাখেরও বেশি টিকিটের অনুরোধ পেয়েছেন তারা। আর নির্দিষ্ট ম্যাচের হিসাবে যথারীতি বিশ্বকাপ ফাইনালের টিকিটের জন্য সমর্থকদের আগ্রহ সবচেয়ে বেশি। আর তারপরই আর্জেন্টিনার গ্রুপপর্বের ম্যাচগুলোর জন্য টিকিটের চাহিদা তুঙ্গে।

বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার সি-গ্রুপে প্রতিপক্ষ পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব। গত বছর কোপা আমেরিকা জিতে লিওনেল স্কালোনির দায়িত্বে থাকা আর্জেন্টিনা শুধু তাদের গ্রুপ জয়ের ফেভারিটই নয়, বিশ্বকাপ জেতার ক্ষেত্রেও অন্যতম দাবিদার। তবে অভিজ্ঞতার বিচারে প্রথম চাকরি হিসেবে আলবিসেলেস্তেদের দায়িত্বে থাকা স্কালোনি বাকি পথটুকু চালিয়ে নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে!

তবে এবারের বিশ্বকাপের শিরোপা আর্জেন্টিনার ঘরে যাওয়ার সম্ভাবনা দেখছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সম্প্রতি টেলিমুন্ডো স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এর ব্যাখ্যাও দিয়েছেন সিটিজেনদের বস।

চলতি বছর কাতারে নিজের ক্যারিয়ারে পঞ্চম বিশ্বকাপ খেলবেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা মেসি। গার্দিওলার বার্সেলোনা দলের অন্যতম প্রভাবশালী খেলোয়াড় ছিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। টেলিমুন্ডো স্পোর্টসকে স্প্যানিশ কোচ বলেন, গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকা জয় আসন্ন ফিফা বিশ্বকাপে তাদের আত্মবিশ্বাসে বড় উৎসাহ দেবে। এটি নিশ্চিত যে, এটি বিশ্বকাপে সাহায্য করবে।

গার্দিওলা বলেন, কোচ লিওনেল স্কালোনির দল দীর্ঘদিন ধরে হারেনি। জেতা এবং দীর্ঘদিন ধরে হেরে না যাওয়ার অনুভূতি সবসময়ই শক্তি জোগায়, আসন্ন বিশ্বকাপে যা সহায়ক হবে।
এদিকে, চার আর্জেন্টাইন বন্ধু লুকাস দানিয়েল লেদেজমা, লিন্দ্রো ব্লাঙ্কো, সিলভিও গাতি ও সেবাস্তিয়ান রদ্রিগেজ। এ চার বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা থেকে তারা সাইকেল চালিয়ে পাড়ি দেবেন কাতারে বিশ্বকাপের খেলা দেখতে। সবকিছু ঠিক থাকলে ১৫ মে দোহার উদ্দেশ্যে যাত্রা করবে এই চার সাইক্লিস্ট।

এর আগে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ও ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতেও এভাবে সাইকেলে করে পাড়ি জমিয়েছিলেন লেদেজমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *