ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।
শনিবার (৭ মে) ফরাসি প্রেসিডেন্ট বাসভবন এলিসি প্রাসাদে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুই সপ্তাহ আগে দ্বিতীয় রাউন্ডের ভোটে তার অতি ডানপন্থী প্রতিদ্বন্দ্বী মেরিন লি পেনকে পরাজিত করেছিলেন ম্যাক্রোঁ। ফ্রান্সের মতো দেশে একজন প্রেসিডেন্ট খুব কমই দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। তবে ম্যাক্রোঁ ৫৮ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন।
দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে ম্যাক্রোঁ জানান, তার দ্বিতীয় টার্ম হবে নতুন, প্রথম মেয়াদের ধারাবাহিকতা নয়।
তিনি বলেন, ‘ইউরোপ পরিবেশগত জরুরি অবস্থা ও মহামারি থেকে যুদ্ধে প্রত্যাবর্তন করেছে, আমাদের দেশ খুব কমই এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ফরাসি জনগণ ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট ও বিশদ প্রকল্প বেছে নিয়েছে, সেই ইউরোপীয় প্রকল্পটি হচেছ স্বাধীনতা, বৈজ্ঞানিক, সামাজিক ও পরিবেশগত অগ্রগতির।’
ম্যাক্রোঁ বলেন, ‘এটা ফ্রান্সকে তার নিজের সেরাটা দেখানোর সবচেয়ে কঠিন সময়। এই মুহুর্তে যখন শতাব্দী পরিবর্তন হচ্ছে, তখন আমাদের একটি পথ তৈরি করতে হবে এবং একসাথে এগিয়ে যাওয়ার পথ দেখাতে হবে। আমাদের বাস্তবতা দেখার সাহস হোক। আসুন আমরা স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব ও ধর্মনিরপেক্ষতার মূল্যবোধের প্রতি বিশ্বস্ত হই। আসুন আমরা প্রজাতন্ত্রকে এবং এর জন্য যা কিছু আছে তাকে ভালবাসি। আসুন আমরা আমাদের মাতৃভূমিকে ভালবাসি।’
সূত্র: আল-জাজিরা