‘প্রযুক্তিগত উদ্ভাবনে বিশ্বে নেতৃত্ব দেবে বাংলাদেশ’

‘প্রযুক্তিগত উদ্ভাবনে বিশ্বে নেতৃত্ব দেবে বাংলাদেশ’

জাতীয় স্লাইড

মে ২৫, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। বর্তমানে পৃথিবীর অনেক উন্নত দেশের মতো বাংলাদেশেরও শিল্পায়ন শুরু হয়েছে পোশাক শিল্পের মাধ্যমে। আগামীতে আমরাও জাপানের মতো হাইটেক বা প্রযুক্তিগত উদ্ভাবনে বিশ্বকে নেতৃত্ব দেবো।

বৃহস্পতিবার ঢাকায় এসপায়ার টু ইনোভেট (এটুআই) আয়োজিত ‘ইনোভেশন চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এলজিআরডিমন্ত্রী  বলেন, সীমাবদ্ধতার কারণে আমাদের অনেক প্রযুক্তি চড়া মূল্যে বিদেশ থেকে ক্রয় করতে হয়েছে। তাই অত্যাধুনিক নানা প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে আমাদের বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হবে।

এ সময় ডেঙ্গু রোগের বিস্তার প্রতিরোধ, নদী দূষণ, যানজট সমস্যা, দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তাজুল ইসলাম বলেন, সমসাময়িক অনেক দেশের তুলনায় আমাদের ডেঙ্গু পরিস্থিতি ভালো। তবু ডেঙ্গু রোগীর সংখ্যা শূন্যে নামিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সেজন্য এডিস মশা যেন জন্মাতে না পারে সবাইকে সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- এটুআই প্রকল্পের পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *