প্যারিস অলিম্পিকের নিরাপত্তা সমন্বয়কারীর পদত্যাগ

প্যারিস অলিম্পিকের নিরাপত্তা সমন্বয়কারীর পদত্যাগ

খেলা

জুন ১২, ২০২৩ ৯:৫৫ পূর্বাহ্ণ

এক নারীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন প্যারিস অলিম্পিকের নিরাপত্তা সমন্বয়কারী জিয়াদ খৌরি। তবে এবার পদত্যাগ করেছেন তিনি। রোববার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

২০২৪ অলিম্পিক গেমসের অফিসিয়াল নিউজ লেটারে বলা হয়েছে, খৌরির অনুরোধে ‘তার সকল কার্যক্রম বন্ধ’ করা হয়েছে। এর আগে ২০২১ সালে লন্ডন ভ্রমনের সময় ৫৩ বছর বয়সি খৌরি অশোভন আচরণ করেছিলেন বলে তার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছিল।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে প্রশাসনিক তদন্তের জন্য ২১ মার্চ ‘সতর্কতামুলক ব্যবস্থা’ হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছিল খৌরিকে। ওই তদন্তের রিপোর্ট একমাসের মধ্যে জনসমক্ষে প্রকাশের কথা থাকলেও এখন পর্যন্ত সেটি প্রকাশিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *