পার্বত্য জেলা খাগড়াছড়িতে পাহাড়িদের সামাজিক ও ধর্মীয় উৎসব ‘বৈসাবি’ আজ থেকে শুরু হয়েছে। নদীতে ফুল দিয়ে চাকমারা আজ ‘ফুল বিজু’ উদযাপন করছেন।
ভোরে খাগড়াছড়ি সদরের খবংপুজ্যা এলাকা দিয়ে চেঙ্গী নদীতে ফুল দিতে শতশত চাকমা শিশু-কিশোর, তরুণ-তরুণী, বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় জমান।
সূর্যোদয়ের আগেই চাকমারা দলে দলে ছুটে নদীর তীরে সমবেত হন। কেউ একাকি আবার অনেকে সারিবদ্ধ হয়ে নদীতে নানা রঙের ফুল উৎসর্গ করেন। যেন রঙিন হয়ে উঠে চেঙ্গী নদী।
এছাড়া শহর, শহরতলীর বিভিন্ন খাল ও প্রাকৃতিক ছড়াও ফুলে ফুলে ভরে যায়। ছোট্ট শিশুরা নদীতে আনন্দ উল্লাস করে নতুন বছরকে আহ্বান জানায়। এর আগে তারা ফুল সংগ্রহ করেন।
আগামীকাল ত্রিপুরারা ‘বৈসু’ এবং পহেলা বৈশাখ মারমারা ‘সাংগ্রাই’ উৎসব শুরু করবেন। ত্রিপুরাদের ‘গরয়া নৃত্য’ আর মারমাদের ‘পানি উৎসব’ পাহাড়ে বর্ষবরণের অন্যতম আকর্ষণ।
এদিকে বৈসাবিকে ঘিরে এরইমধ্যে পাহাড়ের পাড়া-পল্লীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ঐহিত্যবাহী খেলাধুলায় মেতেছে পাহাড়িরা। বিগত দু’বছর করোনার ধকল কাটিয়ে এবার বর্নিলভাবে বৈসাবি পালন করছেন পাহাড়ের নারী-পুরুষ,শিশু-কিশোররা।
ঐতিহ্যবাহী বৈসাবিকে ঘিরে ঘিলাখেলা,পানিখেলাসহ নানা খেলাধুলার উৎসবে মেতেছে জেলার প্রত্যেকটি পাহাড়ি গ্রাম।