পাঁচ বছরের প্রেম, বিয়ের রঙে পোষ্য বিড়ালকে রাঙিয়ে দিলেন নারী

চিত্র-বিচিত্র

এপ্রিল ২৮, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ণ

এক বা দুই বছরের নয়, পাঁচ বছরের প্রেম করছেন এই নারী। এরপর সেই প্রেমের পূর্ণতা দিতে ধুমধাম করে বিয়েটাও করে নেন তারা। আর সেই বিয়ের আয়োজনে কোনো কমতি ছিল না। তবে বিপত্তি বাঁধে পাত্রকে দেখেন। কারণ পাত্র কোনো মানুষ নয়, ছিল বিড়াল। কথাটা শুনতে অদ্ভূত লাগলেও এমনটাই ঘটেছে।

জানা যায়, ৪৯ বছরের এক নারী এমন অদ্ভুত কাজ করেছে। নাম তার ডোবোরা হোজ। যিনি গত বছর পোষা বিড়ালটিকে বিয়ে করেন ৷ তারপরে তিনি নতুন বাড়িতে যান। সেখানে তার পোষা বিড়াল জামালকে ছাড়তে বাধ্য হিয়েছিলেন ৷ তারপরেই নারী এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে বাড়ির মালিকের একটি কথাও তার সামনে আসেনি ৷

পোষ্য বিড়ালটিকে বিয়ে করেন

পোষ্য বিড়ালটিকে বিয়ে করেন

এই পাঁচ বছরের বিড়ালের নাম ইন্ডিয়া। যাকে পাঁচ বছর আগে দক্ষিণ-পূর্ব লন্ডনের এক পার্কে পান তিনি। পুশুপ্রেমী মানুষটি এই বিয়ের অনুষ্ঠানে পাদরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এবং বিয়ের সব রীতিনীতি অতি সহজেই মন দিয়ে মেনেছিলেন ৷ বিয়ের পোশাকের সঙ্গে স্মার্ট টক্সিডো পরেন। অন্য দিকে এই বিশেষ দিনে বিড়ালটিকে টাই ও টুপি পরান ৷

ডোবোরা জানান, তার কিছু পাওয়ার নেই, কিছু হারানোরও নেই ৷ সেই কারণেই বিড়ালকে বিয়ে করে ফেলেছেন৷ তিনি আরো বলেন, যে তিনি ইন্ডিয়াকে ছাড়া বাঁচতে পারবেন না ৷

এই বিশেষ দিনে বিড়ালটিকে টাই পরান

এই বিশেষ দিনে বিড়ালটিকে টাই পরান

তিনি জানিয়েছেন, এই বিড়াল তার জীবনে সন্তানের পরেই সব থেকে বেশি জরুরি ৷ নারী আরো জানিয়েছেন বিয়ের আসরে বিশেষ বন্ধুদের তিনি আমন্ত্রণ জানান, যারা বিয়ের আসরে উপস্থিত ছিলেন তারা এই কান্ড দেখে হয়রান হয়ে যান, যে বিড়ালকে বিয়ে করছেন নারী ৷ ডোবোরা জানিয়েছিলেন এর আগে বাড়ির মালিক তার দুইটি পোষা বিড়ালকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ৷

নব দম্পতিকে পৃথিবীর কেউ আলাদা করতে পারবেনা এমনই বিশ্বাস ডোবোরার

নব দম্পতিকে পৃথিবীর কেউ আলাদা করতে পারবেনা এমনই বিশ্বাস ডোবোরার

তারপরে তিনি নতুন বাড়িতে গিয়ে সেখানে তার পোষা বিড়াল জামালকে ছাড়তে বাধ্য হয়েছিলেন৷ তারপরেই নারী এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে বাড়ির মালিকের একটি কথাও তার সামনে আসেনি৷ ডোবোরা তার বাড়ির মালিককের থেকে আর একটি বিড়াল রাখার অনুমতি নিয়েছিলেন ৷ এরপরেই ইন্ডিয়া ২০১৭ সালে তার ও তার দুই সন্তানের পরিবারের অংশ বিশেষে পরিণত হয়। নব দম্পতিকে পৃথিবীর কেউ আলাদা করতে পারবেনা এমনই বিশ্বাস ডোবোরার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *