রিপন মজুমদার (জেলা প্রতিনিধি) :
নোয়াখালী কবিরহাট উপজেলা ধানসিড়ি ইউনিয়ন ভুঁইয়ারহাট বাজার থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছে থাকা নগদ অর্থও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে তাদেরকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা সূত্রে জানা যায়, কবিরাহাট ধানসিড়ি ইউনিয়নের ০১ নং ওয়ার্ড নলুয়া-ভুঁইয়ারহাট বাজারে সেলিম ভ্যারাইটিজ ষ্টোর নামক দোকানের পিছন থেকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ৩টি পৃথক রংয়েরবান্ডিলে মোট ২১৯টি তাস এবং নগদ ৫৬৯০টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- আক্তার হোসেন (৫২), আব্দুল হামিদ (৭০), বেলাল হোসেন (৪২), মো: ইসমাইল (৪৫), আব্দুল শহিদ (৫৫), মো: সেলিম (৪৫) ও মো: শফিক উল্যা (৬০)। আটকরা নলুয়া-ভুঁইয়ারহাট এলাকার স্থানীয় বাসিন্দা।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম (পিপিএম) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।