এপ্রিল ২১, ২০২২ ৯:৪৭ পূর্বাহ্ণ
আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট ৯ জুন জাতীয় সংসদে পেশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাজেটের আকার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বছর আমরা সবকিছু জানিয়ে করেছি। জনগণ যাতে আরো জানতে পারে, সে রকম তথ্যাদি বিবেচনায় রেখেই আমরা বাজেট সাজিয়েছি। জুনের ৯ তারিখ বাজেট পেশ করা হবে।করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা আছে- আসছে বাজেটে এটা বৃদ্ধির কথা বিবেচনা করছেন কিনা জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, আমাদের আইটেম ওয়াইজ আরো আলোচনা করতে হবে। এনবিআর আছে, তাদের সঙ্গে বসতে হবে। আমাদের নিজ মন্ত্রণালয়ের বিভাগ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আমরা বাজেটটি তৈরি করব। আরো কিছু দিন সময় লাগবে।
তিনি বলেন, দেশের জনগণের যাতে করে ভোগান্তি না বাড়ে এবং তাদের ওপর বোঝা যেন বেশি না বাড়ে সেজন্য আমরা কাজ করছি।
বাংলাদেশ ব্যাংক রিজার্ভসহ অন্যান্য বিষয় নিয়ে চিন্তিত, কিন্তু সরকার ভিন্ন কথা বলছে- এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এক বছরের যে কাজ সেটার রিফ্লেকশন হবে বাজেটে। সবকিছুর জবাব বাজেটেই পাবেন।