তামিল সিনেমার সুপারস্টার প্রভাস ভক্তদের জন্য মন খারাপের খবর। সবশেষ এই অভিনেতার ‘রাধে শ্যাম’ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে এবার নতুন খবর হচ্ছে আগামী তিন মাস কোনো কাজ করবেন না দক্ষিণ সিনেমার জনপ্রিয় এই তারকা।
তবে সিনেমা ফ্লপ হওয়ায় তিনি কাজ থেকে বিরতি নিচ্ছেন না। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন থেকে জানা গেছে, প্রভাসের হাঁটুতে বড় অস্ত্রোপচার হয়েছে, আর সে কারণেই তাকে তিন মাস সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আর তাই তিনি তিনমাস শুটিং করবেন না।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, ‘সহো’ সিনেমার অ্যাকশন দৃশ্যের সময় তার পায়ে চোট লেগেছিল। কয়েকবছর আগে তাকে অস্ত্রোপচার করার পরামর্শ দেওয়া হয়েছিল। আদিপুরুষ’ সিনেমার শুট শেষ করেছেন প্রভাস। ‘প্রজেক্ট কে’ শুটিং শুরুই করতে পারেননি এই অভিনেতা। সুস্থ হয়েই ‘প্রজেক্ট কে’ সিনেমার কাজে ফিরবেন তিনি।
‘এশওয়ার’ সিনেমার মাধ্যমে ২০০২ সালে তেলেগু সিনেমায় অভিষেক হয় প্রভাসের। তার অভিনীত ২০১৭ সালের ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ সিনেমা ছিল গ্লোবাল ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের সর্বাধিক ও ভারতের সর্বাধিক ব্যবসা সফল সিনেমা।
সূত্র: বলিউড হাঙ্গামা