এপ্রিল ১২, ২০২২ ৮:০৯ পূর্বাহ্ণ
মাত্র ৪৫ বছর বয়সেই মারা গেলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হুসাইন। বেশ কিছুদিন ধরেই কিডনিজনীত জটিলতায় ভুগছিলেন তিনি। সোমবার (১১ এপ্রিল) লাহোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই পাক ক্রিকেটার।
সংক্ষিপ্ত ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ২টি টেস্ট ও ১৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মোহাম্মদ হুসাইন।
১৯৯৬ সালে পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে নাম লেখান হুসাইন। আন্তর্জাতিক ক্যারিয়ারে এরপর একটিমাত্র টেস্ট খেলতে পেরেছিলেন তিনি, ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
হুসাইনের ওয়ানডে অভিষেক হয় ১৯৯৭ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৯৯৮ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্যারিয়ারের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। বাঁ-হাতি স্পিন বোলিংয়ে টেস্টে ৩টি ও ওয়ানডে ক্রিকেটে ১৩টি উইকেট নিয়েছেন হুসাইন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়ে যাওয়ার পর ঘরোয়া ক্রিকেট খেলে গেছেন আরও ১১ বছর। খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। ঘরোয়া ক্রিকেটে হুসাইনের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ১৩১টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৪৯৯৬ রান ও ৪৫৪টি উইকেট নিজের নামের পাশে লিখিয়েছেন। ৯২টি লিস্ট-এ ম্যাচে তার সংগ্রহ ১৩৯০ রান ও ১৩০টি উইকেট।
২০০৯ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন হুসাইন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।