টুইটারের শেয়ার কিনলেন ইলন মাস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি স্লাইড

এপ্রিল ৫, ২০২২ ৮:০৬ পূর্বাহ্ণ

ইলন মাস্ক সম্প্রতি টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে তিনি মাইক্রোব্লগিং সাইট টুইটারের সব চেয়ে বেশি শেয়ারের মালিক হলেন।

বিবিসির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৪ এপ্রিল) টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কেনার বিষয়টি নিশ্চিত করেন ইলন মাস্ক। তার টুইটারের শেয়ার কেনার খবর প্রকাশের পরই সামাজিক মাধ্যমটির শেয়ার মূল্য প্রায় ২৫ শতাংশ বেড়ে গেছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য অনুসারে, গেল ১৪ মার্চ টেসলার প্রতিষ্ঠাতা টুইটারের ৭ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৯৩৮ শেয়ার কিনেছিলেন। শুক্রবারে (১ এপ্রিল) টুইটারের সমাপনী মূল্যের ওপর ভিত্তি করে যার মূল্য ২ দশমিক ৮৯ বিলিয়ন ডলার।

ফলে তিনি টুইটারের সবচেয়ে বেশি শেয়ারের মালিক হলেন। এর পরিমাণ টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির ২ দশমিক ২৫ শতাংশ হোল্ডিংয়ের চার গুণেরও বেশি।

মাস্ক একজন নিয়মিত টুইটার ব্যবহারকারী। যার ৮০ মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে। সম্প্রতি তিনি বলেছেন, তিনি একটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা গুরুত্ব সহকারে ভাবছেন।

সূত্র: ‍বিসিসি ও রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *