জেলেনস্কি কেন রাশিয়ার নথি দেখছেন না? প্রশ্ন রুশ মুখপাত্রের

আন্তর্জাতিক স্লাইড

এপ্রিল ২২, ২০২২ ১০:৩১ পূর্বাহ্ণ

রাশিয়ার পক্ষ থেকে বুধবার বলা হয়, নিজেদের দাবি-দাওয়া জানিয়ে ইউক্রেনের কাছে একটি নথি পাঠিয়েছে তারা।

তবে বুধবার জেলেনস্কি জানান, তিনি এমন কোনো নথি হাতে পাননি। এমনকি শোনেননি।

তবে বৃহস্পতিবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, তারা ইউক্রেনের প্রতিনিধিদের হাতে নথি পাঠিয়েছেন।

তিনি প্রশ্ন রেখেছেন, কেন জেলেনস্কির হাতে এ নথি পৌঁছায়নি এবং তিনি এটি দেখেননি?

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, আমি আবারও বলছি। গতকাল বলেছি, আমাদের দাবি, এমনকি সর্বশেষ সংস্করণটি আমাদের বিপক্ষের প্রতিনিধিদের কাছে দিয়েছি।

দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, জেলেনস্কির কাছে কেন তাদের প্রস্তাব পৌঁছে দেওয়া হয়নি এই বিষয়টি প্রশ্ন তোলে।

এ ব্যাপারে রুশ মুখপাত্র বলেন, আমরা জেলেনস্কির মন্তব্যের ব্যাপারে অবগত আছি। এটি আসলে প্রশ্ন তুলছে কেন জেলেনস্কির কাছে আমাদের দাবি সম্বলিত নথি পৌঁছে দেওয়া হচ্ছে না।

এদিকে এর আগে ১২ এপ্রিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর্যায়ে আছে।

সূত্র: রয়টার্স, ইয়াহু নিউজ