জুনিয়র এনটিআরের নকল সিক্স প্যাকস!

বিনোদন

মে ১, ২০২২ ৮:৩৮ পূর্বাহ্ণ

‘আরআরআর’র সফলতা তুঙ্গে। প্রশংসিত হয়েছে জুনিয়র এনটিআরের অভিনয়ও। যদিও এই অভিনেতা অভিনয় জীবনের শুরুতে স্থূলতার জন্য নানারকম খারাপ মন্তব্যের শিকার হয়েছেন। দক্ষিণী সুপারস্টার ‘আরআরআর’ খ্যাত রামা রাও তথা জুনিয়র এনটিআরের তখন ওজন ছিল প্রায় ১০০ কেজি। অবশ্য তখন মাত্র তিন মাসে বিশ কেজি ওজন কমিয়েছিলেন তিনি।

সম্প্রতি বলিউডের তারকা চিত্রগ্রাহক ডব্বু রতনানী দক্ষিণী সুপারস্টারের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সঙ্গে মন্তব্যের ঝড়। প্রশংসার সঙ্গে তাল মিলিয়ে চলেছে কটাক্ষও। সাদা কালো ছবি।

এনটিআর দু’হাত মাথার পেছনে তুলে রেখেছেন। ঊর্ধাঙ্গ অনাবৃত। নিচে ডেনিম পরে রয়েছেন নায়ক। ছবিতে তার সিক্স প্যাকস দৃশ্যমান। ডব্বু ছবির সঙ্গে লিখেছেন, ‘মন যা বিশ্বাস করে, শরীর তা অর্জন করে।’

কিন্তু ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ধারণা হয়েছে, জুনিয়রের শরীরে সিক্স প্যাকস নেই। চিত্রগ্রাহক ছবিটি তোলার পরে প্রযুক্তির সাহায্যে সিক্স প্যাকস তৈরি করেছেন। কেউ আবার ডব্বুকে কটাক্ষ করে লিখেছেন, ‘আপনার কাছ থেকে এই রকম জালিয়াতি আশা করিনি।’ কারও বক্তব্য, ‘প্রযুক্তির সাহায্যে তো এক মাসেই এ রকম শরীর তৈরি করে নেওয়া যায়।’

সূত্র: ইনস্টাগ্রাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *