ছোটখাটো যেসব ভুলের কারণে রোজা মাকরুহ হয়

ধর্ম

এপ্রিল ৪, ২০২২ ১:৫৭ অপরাহ্ণ

শুরু হলো পবিত্র মাহে রমজান মাস। এই রমজান মাসে রোজা ফরজ। ফরজ ইবাদত পালনের কিছু বিধি-বিধান রয়েছে। সেগুলোর প্রতি যত্ন রেখে অত্যন্ত সতর্কতা ও পবিত্রতার সঙ্গে রোজা পালন করতে হয়। কারণ ছোটখাটো কিছু ভুলেও রোজা মাকরুহ হয়ে যেতে পারে। নষ্ট হতে পারে রোজার পবিত্রতা। তাই কী কী কারণে রোজা মাকরুহ হয়, তা জেনে রাখা জরুরি। রোজা মাকরুহ হওয়ার কিছু কারণ হলো-

এক. মিথ্যা বলা।

দুই. মিথ্যা সাক্ষী দেওয়া।

তিন. গিবত করা বা দোষচর্চায় লিপ্ত থাকা।

চার. মিথ্যা কছম করা।

পাঁচ. অশ্লীল কথা বলা বা অশ্লীল কাজ করা।

ছয়. জুলুম করা।

সাত. কারো সঙ্গে শত্রুতা রাখা।

আট. পরনারীর প্রতি দৃষ্টি করা, তাদের সঙ্গে মেলামেশা করা।

নয়. সিনেমা দেখা- সবই নাজায়েজ।

উপরোক্ত কাজগুলো ছাড়া সব গোনাহর কাজ থেকে বিরত থাকা একান্ত জরুরি। কেউ রোজা রেখে এসবে লিপ্ত হলে- রোজা ভাঙে না; তবে মাকরুহ হয় এবং সওয়াব কমে যায়। (বুখারি, হাদিস নম্বর ১৯০৩; জাওয়াহিরুল ফিকহ: খণ্ড: ০১, পৃষ্ঠা: ৩৭৯; জাওয়াহিরুল ফাতাওয়া, খণ্ড: ০১, পৃষ্ঠা: ২২)

এছাড়াও সেসব কারণে রোজা মাকরুহ হয়:

>>> অজু ছাড়া (রোজাদারের জন্য) কুলি করা মাকরুহ। (আল-ওয়াল ওয়ালিযিয়্যাহ: খণ্ড:  ১, পৃষ্ঠা: ২২৭)

>>> কোনোরূপ অপারগতা ছাড়াই কোনো বস্তু আস্বাদন করা বা চর্বণ করা। (শামি: খণ্ড: ৩, পৃষ্ঠা: ৩৯৫)

>>> অনন্যোপায় ছাড়াই কোনো কিছু চর্বণ করে শিশুর মুখে দেওয়া। (ফাতহুল কাদির: খণ্ড: ২, পৃষ্ঠা: ৩৪৯)

>>> একান্ত প্রয়োজন ছাড়া কেনাবেচার সময় মধু কিংবা তেলের স্বাদ আস্বাদন করা। (আলমগিরি, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৯৯)

>>> মুখে অধিক পরিমাণ থুতু একত্র করে গিলে ফেলা। (বিনায়াহ: খণ্ড: ৪, পৃষ্ঠা: ২৯৪)

>>> বেশি ক্ষুধা বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা। (শামি, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৪০০)

>>> মাজন, কয়লা, গুল, টুথপেস্ট ব্যবহার করা। (জাওয়াহিরুল ফিকহ: খণ্ড: ১, পৃষ্ঠা: ৩৭৯)

>>> অহংকারের জন্য সুরমা লাগানো বা গোঁফে তেল লাগানো। (আলমগিরি)

>>> মূত্র ত্যাগের রাস্তায় পানি দ্বারা এত বেশি ধৌত করা যে ভেতরে পানি চলে যাওয়ার আশঙ্কা হয়। (আলমগিরি: খণ্ড: ১, পৃষ্ঠা: ১১৯)

>>> প্রয়োজন ছাড়া ডাক্তারের মাধ্যমে দাঁত তোলা মাকরুহ। তাতে যদি রক্ত বা দাঁতে লাগানো ওষুধ পেটে চলে যায়, যা থুতুর সমপরিমাণ বা তার চেয়ে বেশি হয়, তাহলে রোজা ভেঙে যাবে। (আহসানুল ফাতাওয়া, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৪২৬)

>>> স্ত্রী-মিলন বা বীর্যপাতের আশঙ্কা থাকা সত্ত্বেও স্ত্রীকে চুমু দেওয়া। (আলমগিরি: খণ্ড: ১, পৃষ্ঠা: ২০০)

>>> এমন কোনো কর্ম করা, যা শরীরকে দুর্বলতার দিকে নিয়ে যায়, তা মাকরুহ। (শামি: খণ্ড: ৩, পৃষ্ঠা: ৪০০)

একজন মুসলমানের রমজান পালনের পূর্ণাঙ্গ একটি গাইডলাইন ‘যেভাবে কাটাবেন রমজান’। রমজানবিষয়ক প্রস্তুতির জন্য এবং সর্বোত্তমভাবে রমজান পালনে এই বইটি পাঠকের জন্য বেশ উপকারী। বইটি রচনা করেছেন আলেম ও সাংবাদিক মুফতি কাসেম শরীফ।