সন্তান বিপথে গেলে সব মা-বাবারই দুশ্চিন্তা হয়। তবে সাইফ আলি খানের ক্ষেত্রে দেখা গেল ভিন্ন চিত্র। নেতিবাচক নয়, বরং ইতিবাচক স্বভাবের জন্য ছেলেকে নিয়ে বেশ চিন্তিত ছোটে নবাব। সম্প্রতি হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, ছেলে ইব্রাহীমের কিছু আচরণের কারণে তার ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত সাইফ।
তিনি বলেন, ‘ওর ভবিষ্যৎ নিয়ে আমি খুবই চিন্তিত। ও পরিশ্রম করছে সেজন্য আমি খুব খুশি। কিন্তু আগামী দিনগুলোতে কী হবে তা ভেবে বাবা হিসেবে আমি খুবই চিন্তিত।’ এর কারণ হচ্ছে, ইব্রাহীম কখনও ভনিতা করেন না। বিনয় স্বভাব তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য।
সাইফের মতে, ‘একটা বয়স পর্যন্ত বিনয়ী হওয়া বা এমন আচরণ খুবই ভালো। কিন্তু বড় হয়েও এমন আচার আচরণ থাকা ঠিক নয় বলে আমি মনে করি।’
এদিকে, ক্যারিয়ার হিসেবে কোন পেশাকে বেছে নিতে চান তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই নেটিজনদের। বাবা-মা, বড় বোনের মতো তাকে বড় পর্দায় দেখা যাবে কিনা তা নিয়ে নেটমাধ্যমে বেশ চর্চা হয়।
সত্যিইকি তিনি অভিনয়ে আসবেন? অবশ্য এখন এই সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সময়ই বলে দেবে বিনয়ী এই সুদর্শন ছেলে কোথায় গিয়ে থিতু হন।