ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৯:০৩ পূর্বাহ্ণ
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে প্রখ্যাত পরিচালক চয়নিকা চৌধুরীর একমাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠানের বেশকিছু ছবি। ভাইরাল সেইসব ছবির একটিতে দেখা যাচ্ছে, চয়নিকার মেয়ে ও চিত্রনায়িকা শবনম বুবলী দুজনেই লাল রঙের শাড়ি পরেছিলেন।
নির্মাতা চয়নিকার একমাত্র মেয়ে সুকন্যা অনুলেখা চৌধুরী সৃষ্টি। সম্প্রতি বিয়ে পিঁড়িতে বসেছেন। পাত্র নাফির কাছে মেয়েকে বিয়ে দিতে পেরে খুশি চয়নিকা। সংবাদমাধ্যমে বলেছেন, ভালো একটি পরিবারে মেয়ের বিয়ে দিতে পারাটা সত্যি আনন্দের।
এদিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনুলেখার বিয়ের বেশকিছু ছবি।যেসব ছবিতে দেখা যাচ্ছে, জমকালো বিয়ের আসর বসেছিল অনুর বিয়েতে।
এদিকে মেয়ের বিয়ের ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পোস্ট করা ছবিতে সম্প্রতি চয়নিকা লাইক রিয়্যাকশন দিয়েছেন।চয়নিকার লাইক পাওয়া মেয়ের বিয়ের ওই ভাইরাল ছবিতে ছিলেন একমাত্র মেয়ে অনু ও চিত্রনায়িকা বুবলী।