চমক দিতে আসছেন জিৎ

বিনোদন

এপ্রিল ১, ২০২২ ১২:৩২ অপরাহ্ণ

টালিউড সুপারস্টার জিৎ মানেই সিনেমা প্রেমীদের মনে বাড়তি উন্মাদনা । বক্স অফিসে দিয়েছেন অসংখ্য হিট সিনেমা।

জিৎ তার ভক্তদের চমক দিতে বেশ পছন্দ করেন। তাই তো বড়পর্দায় যখনই আসেন হইচই পড়ে যায় টালিপাড়ায়। সম্প্রতি শেষ করেছেন ‘রাবণ’ সিনেমার শুটিং। আর শেষ হতেই নতুন আরেক সিনেমার ঘোষণা দিয়ে ফেললেন জিৎ। সিনেমা ‘চেঙ্গিজ’!

বুধবার (৩০ মার্চ) এ সিনেমার মহরতের অনুষ্ঠানের আয়োজন সেরেছেন সিনেমাটিম। সেই সঙ্গে জিৎ তার ‘চেঙ্গিজ’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

‘চেঙ্গিজ’ সিনেমায় জিতের বিপরীতে থাকছেন ‘প্রেমটেম’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। থাকছেন অভিনেতা শতাফ ফিগারও। সিনেমাটি পরিচালনা করছেন রাজেশ গাঙ্গুলি। আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন নায়ক নিজেই।

জানা গেছে, জিতের এই নতুন সিনেমার প্রেক্ষাপট নব্বই দশকের কলকাতাকে ঘিরে। সেই সময়ের শহরের কিছু ঘটনা ফুটে উঠবে সিনেমার গল্পে। কলকাতার নানা জায়গাতে হবে সিনেমার শুটিং।

জিতের ‘রাবন’ সিনেমা মুক্তি পাবে এপ্রিল মাসে। এ সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছে, তনুশ্রী চক্রবর্তী ও নবাগতা লহমা ভট্টাচার্য। ইতিমধ্যেই জিতের এই ছবির টিজার নজর কেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *