গাজায় হামাসের হাতে ইসরাইলি জিম্মির মধ্যে ৩২ জনের মৃত্যু

গাজায় হামাসের হাতে ইসরাইলি জিম্মির মধ্যে ৩২ জনের মৃত্যু

আন্তর্জাতিক

ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক ১৩৬ ইসরাইলি জিম্মির মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চার কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।

এর আগে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল, সাময়িক যুদ্ধবিরতির মাধ্য মুক্তিপ্রাপ্তরা ছাড়াও গাজায় তাদের ১৩২ জিম্মি রয়েছে। এর মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ৭ অক্টোবরের আগে থেকেই হামাসের কাছে চার ইসরাইলি জিম্মি ছিল। যার মধ্যে রয়েছে ইসরাইলি সেনাবাহিনীর সদস্য ওরোন সাউল এবং হাদার গোল্ডিনের লাশ। ২০১৪ সালে তারা নিহত হন। এর পর হামাস তাদের মরদেহ জিম্মি করে। এছাড়া ২০১৪ সালে ও ২০১৫ সালে স্বেচ্ছায় গাজায় যাওয়া আভেরা মেনগেসিটো এবং হিসাম আল-সায়েদকেও আটক করে হামাস। ধারণা করা হয়, তারা এখনো বেঁচে আছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে যে ৩২ জনের মৃত্যুর কথা বলা হয়েছে— তার মধ্যে ২০১৪ সালে নিহত হওয়া ওই দুই সেনাও রয়েছেন কিনা সে বিষয়টি পরিষ্কার নয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি গোয়েন্দারা অসমর্থিত সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন গাজায় আরও ২০ জিম্মির মৃত্যু হয়েছে। এখন তারা এটির সত্যতা যাচাইয়ের কাজ করছেন।

তবে ইসরাইলি সেনাবাহিনীর সূত্রগুলো দাবি করেছে, যে ৩২ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, তাদের বেশিরভাগই ৭ অক্টোবর নিহত হয়েছেন। নিহত ৩২ জনের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস, টাইমস অব ইসরাইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *