কোথায় ক্ষমতা দেখিয়েছি? নিপুণের পাল্টা প্রশ্ন

বিনোদন

এপ্রিল ৯, ২০২২ ৮:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতা এখনো শেষ হয়নি। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। পদটির ভাগ্য এখনো আদালতে ঝুলছে।

তবে ব্যক্তিগতভাবে সমিতির বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন নিপুণ। বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার কারণে সমালোচনা করছেন জায়েদ খানের সমর্থকরা। অনেকেই বলছেন, নিপুণ ক্ষমতার প্রয়োগ করছেন। কিন্তু নিপুণ এমন অভিযোগে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। বলছেন, কোথায় তিনি ক্ষমতা দেখিয়েছেন?

এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আমি আসলে জানি না, কী ক্ষমতা দেখালাম। আর আমি কোথায় ক্ষমতা দেখাব। চলচ্চিত্র আমার পরিবার, শিল্পী সমিতির আমি একজন মেম্বার। আমি শিল্পী সমিতিতে এসে সবার খোঁজখবর নিতেই পারি। আর আইনি সব নিয়ম মেনেই আমি সমিতিতে আসি। কেউ যখন আইনিভাবে আমার বিরুদ্ধে কিছু করবে, আমার তো উচিত সেটার প্রতিবাদ জানানো। আমি কোনো আইনবহিভূত কাজ করিনি। আদালতে আমি আগে যাইনি, তারাই আগে গিয়েছেন। আমি শুধু আমার কাজটি করে যাচ্ছি। এটা কোনো ক্ষমতার অপব্যবহার নয়।’

নিপুণ আরও বলেন, ‘নির্বাচনে যে অভিযোগ আমি করেছিলাম, সেগুলো আপিল বোর্ডের কাছে পরিষ্কার। তাই আপিল বোর্ড আমাকে জেনে-বুঝে বিজয়ী ঘোষণা করেছেন। যেহেতু নির্বাচন হয়েছে, সেখানে দুই পক্ষের দলাদলি থাকবেই। অন্য পক্ষকে ছোট করতে অনেক কথাই বলে থাকেন। তাই বলে ক্ষমতার অপব্যবহার কথাটা ঠিক বলা হচ্ছে না। আমি মনে করি, আমরা ঠিক কাজটি করেছি। কারণ, শিল্পী সমিতির কিছুই থেমে নেই। স্টাফদের বেতন, চলমান বিভিন্ন কার্যক্রম, প্রতিদিন ইফতার, অসহায় শিল্পীদের সহায়তা সবকিছুই করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *