এপ্রিল ২৪, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রোববার ঈদযাত্রায় টিকিট প্রত্যাশীদের ভিড় বেড়েছে। ঈদের অগ্রিম টিকিট গতকাল শনিবার থেকে বিক্রি শুরু হয়। তবে আজ রেলওয়ে স্টেনের টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
রোববার কমলাপুর রেলস্টেশন সরেজমিনে দেখা গেছে, সকাল আটটা থেকে ২৮ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। একযোগে ১৮টি কাউন্টারে টিকিট বিক্রি চলছে। এর মধ্যে দুটি নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা কাউন্টার রয়েছে।
দেখা গেছে, টিকিটের জন্য হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়েছেন। কিছু সময় পরপরই দু-একজন করে কাউন্টারের সামনে থেকে টিকিট নিয়ে ফিরছেন। তারা বলছেন দীর্ঘ সময় অপেক্ষা করলেও টিকিটের দেখা মিলেছে। অনেকে আবার চাহিদা অনুযায়ীও টিকিট পাচ্ছেন না।
টিকিটপ্রত্যাশী সাব্বির আহমেদ বলেন, রাত ২টার পরপরই স্টেশনে এসেছি। এখানেই সেহারি খেয়েছি। অবশেষে টিকিট পেলাম। ভোগান্তি হলেও টিকিট পেয়ে ভালো লাগছে।
জামিল মাহমুদ নামে অপর এক টিকিটপ্রত্যাশী বলেন, আমি খুলনা যাবো, সুন্দরবন এক্সপ্রেসের টিকিট পেয়েছি। তবে টিকিট পেতে লাইনে থাকতে হয়েছে ৬ ঘণ্টা।
রেলওয়ের তথ্যানুযায়ী, ২৮ এপ্রিলের টিকিট দেওয়া হবে আজ ২৪ এপ্রিল (রোববার), এভাবে ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল (সোমবার), ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল (মঙ্গলবার) এবং ১ মের টিকিট ২৭ এপ্রিল (বুধবার) বিক্রি করা হবে।
এবার ‘টিকিট যার, ভ্রমণ তার’ এই স্লোগান বাস্তবায়নে যাত্রীদের এনআইডি-জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকিট ক্রয় করতে হবে। এনআইডি ছাড়া অন্য কোনো পরিচয়পত্র দিয়ে ট্রেনের টিকিট কাটা যাবে না।
কমলাপুর রেলস্টেশনসহ মোট পাঁচটি স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে কমলাপুর স্টেশন থেকে পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট, ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে দেওয়া হচ্ছে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সব আন্তঃনগর ট্রেনের টিকিট, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেওয়া হচ্ছে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট এবং ফুলবাড়িয়া (পুরোনো রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।