এবারও বিদেশে ঈদ করবেন অনন্ত-বর্ষা

বিনোদন

এপ্রিল ২৩, ২০২২ ১০:১৭ পূর্বাহ্ণ

আর কিছু দিন পরই পবিত্র ঈদুল ফিতর। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদকে ঘিরে সবারই থাকে নানা পরিকল্পনা। আবার অনেকেই পাড়ি জমান বিদেশে।

এদিকে দেশে ঈদ করেন না চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। প্রতি বছরই তিনি দেশের বাইরে ঈদ উদযাপন করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

এবারের ঈদ তুরস্কে উদযাপন করবেন বলে জানিয়েছেন অনন্ত জলিল। সংবাদ মাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। বলেছেন, ‘প্রতি বছরের মতো এবারও দেশের বাইরে ঈদ করব। পরিবার নিয়ে তুরস্কে চলে যাব। শুধু ঈদ নয়, সেখানে সিনেমারও কিছু কাজও করব।’

‘দিন দ্য ডে’ নামের একটি সিনেমার কাজ সম্পন্ন করে রেখেছেন অনন্ত জলিল। এটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি। অনন্ত জানিয়েছেন, আসছে কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

এদিকে স্ত্রী বর্ষাকে নিয়ে নতুন আরেকটি সিনেমার কাজ এগিয়ে নিচ্ছেন অনন্ত। নাম ‘নেত্রী দ্য লিডার’। ঈদ সফরে তুরস্কে এই সিনেমারই কিছু অংশের কাজ সেরে নেবেন অনন্ত-বর্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *