ইসরাইলে ৩ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আন্তর্জাতিক

মে ৬, ২০২২ ৯:৫৫ পূর্বাহ্ণ

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর ইলাডে বৃহস্পতিবার কুপিয়ে ও গুলি করে তিনজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কান জানিয়েছে, পুলিশ হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। খবর আনাদোলুর।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইলাড শহরের পৃথকস্থানে কুঠার দিয়ে কুপিয়ে এবং গুলি করে তিনজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ইসরাইলের জাতীয় জরুরি সেবার পরিচালক ম্যাগেন ডেভিড অ্যাডম জানান, হামলার ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।