তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আঙ্কারায় নিযুক্ত ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে।
গত ১৮ এপ্রিল ইরাকের দক্ষিণাঞ্চলে একটি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলার ঘটনায় বাগদাদ তীব্র প্রতিবাদ জানায়।
এ ঘটনার জের ধরেই ইরাকি কূটনীতিককে তলব করল তুরস্ক। খবর হুরিয়াত ডেইলির।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানজু বিলগিকের স্বাক্ষর করা একটি পত্র ২১ এপ্রিল রাতে আঙ্কারায় অবস্থিত ইরাকি দূতাবাসে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৪ দশক ধরে ইরাকের কুর্দিদের সশস্ত্র সংগঠন পিকেকে তুরস্কে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে বলে আঙ্কারার অভিযোগ। এ কারণে প্রায়ই পিকেকে গেরিলাদের অবস্থানে প্রায়ই হামলায় তুরস্ক।