সবশেষ দক্ষিণ আফ্রিকা সফর থেকে কাঁধে চোট নিয়ে ফেরা তাসকিন উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন ইংল্যান্ডে।
বিষয়টি নিশ্চিত করে ডানহাতি এই তারকা পেসার বলেন, শনিবার ইংল্যান্ড যাচ্ছি। ১০ মে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। যতটুকু জানি, অস্ত্রোপচার লাগবে না। ইনজেকশন নিতে হতে পারে। ডাক্তার কী বলেন তার ওপর নির্ভর করবে কবেনাগাদ মাঠে ফিরতে পারব।
চোটের কারণে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম ও ঢাকা টেস্টে খেলা হচ্ছে না দেশের গতিময় এই পেসারের।
চট্টগ্রাম টেস্টে খেলা অনিশ্চিত তরুণ পেসার শরীফুল ইসলামেরও। তার খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, যেহেতু তাসকিন দলে নেই, শরীফুলকে পাওয়া আমাদের জন্য বড় প্রাপ্তি। তবে সে চোটাক্রান্ত। প্রথম টেস্টের দলে তাই তরুণ পেসার রেজাউর রহমানকে রাখা হয়েছে।
আসন্ন সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ক্রিকেটাররা রিপোর্ট করবেন ৮ মে। ওই দিন আসবে শ্রীলংকা দল। অনুশীলন শুরু ৯ মে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে প্রথম এবং ২৩ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে।