আগ্রাসী উদযাপনে শাস্তি হলো কোহলির

আগ্রাসী উদযাপনে শাস্তি হলো কোহলির

খেলা স্লাইড

এপ্রিল ১৯, ২০২৩ ৮:০৩ পূর্বাহ্ণ

সোমবার বেঙ্গালুরুর এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ১৬তম আসরের ২৪তম ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এ ম্যাচে আগ্রাসী উদযাপন করে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা দিলেন বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) একটি বিবৃতিতে জানায়, আইপিএলের নিয়ম ভাঙায় ব্যাঙ্গালুরের ব্যাটার কোহলির ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএলের নিয়মের ২.২ ধারায় দোষী প্রমাণিত হয়েছেন কোহলি। এটি লেভেল ১ অপরাধ। তাই এক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এর বিরুদ্ধে ক্রিকেটারের কিছু বলার সুযোগ নেই।

বিসিসিআই সূত্রে জানা যায়, চেন্নাইয়ের ব্যাটসম্যান শিবম দুবে আউট হওয়ার পরে একটু বেশি আগ্রাসী ভঙ্গিতে উল্লাস করেন কোহলি। শিবম ভালো খেলছিলেন। তার উইকেট তুলে নেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল। তাই শিবম আউট হতেই নিজের মেজাজ ধরে রাখতে পারেননি কোহলি। আগ্রাসী উদযাপন করেন। যে কারণে তাকে শাস্তি পেতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *