হামাস ফিনিক্স, দ্রুতই পুনর্গঠনে সক্ষম: হারেৎজ

হামাস ফিনিক্স, দ্রুতই পুনর্গঠনে সক্ষম: হারেৎজ

আন্তর্জাতিক

অক্টোবর ২৩, ২০২৪ ৫:১২ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধমূলক শক্তির উল্লেখ করে ইসরাইলি সংবাদপত্র ‘হারেৎজ’-এর বিশ্লেষক বলেছেন, হামাস মূলত ফিনিক্স পাখির মতো। তারা খুব ভালোভাবে জানে কিভাবে নিজেদের শক্তি পুনরুদ্ধার করতে হয়।

হারেৎজ-এর বিশ্লেষক জ্যাক খুরির সর্বশেষ বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, গাজায় হামাসের মতো কিছু সংগঠন তাদের শীর্ষ নেতাদের ক্ষয়ক্ষতি সামাল দিতে এবং নতুন নেতৃত্ব গড়ে তুলতে অত্যন্ত দক্ষ।

একই সঙ্গে, গাজা উপত্যকার পরিস্থিতি বন্দিদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বলেও উল্লেখ করেছেন জ্যাক খুরি।

ইসরাইলি এই বিশ্লেষক আরও লিখেছেন, হামাসসহ প্রতিরোধকারী সংগঠনের প্রতিটি সদস্যকে হত্যার পর ইসরাইলিরা নতুন নতুন নাম শুনতে পায়। যা তাদের অনন্য সক্ষমতার উদাহরণ।

ইসরাইলি মিডিয়ার এই খবরটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন দখলদার ইহুদিবাদী সরকারের মিডিয়া ইতোমধ্যেই বহুবার হামাস ও হিজবুল্লাহর সামরিক শক্তির বিষয়ে আলোচনা করেছে। সূত্র: ইরনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *