সম্পর্ক জোরদারে সম্মত চীন-পাকিস্তান

সম্পর্ক জোরদারে সম্মত চীন-পাকিস্তান

আন্তর্জাতিক

জুন ১০, ২০২৪ ৯:১৬ পূর্বাহ্ণ

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আরও পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে চীন ও পাকিস্তান। শনিবার দুই দেশের বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। যেখানে দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার করার এবং উভয় দেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নকে উন্নীত করার পাশাপাশি সাধারণ স্বার্থ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছেন উভয় দেশের রাষ্ট্রপ্রধান।

সম্প্রতি চীন সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠক করেন তিনি। এ বৈঠকে সম্পর্ক আরও গভীর করতে পদক্ষেপ নেওয়ার কথা জানান দুই দেশের রাষ্ট্রপ্রধান। বিশেষ করে রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে। বন্ধুপ্রতিম দেশ দুটির নেতারা দীর্ঘদিনের অল-ওয়েদার স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপের বিষয়েও গুরুত্বারোপ করেছেন। উভয় পক্ষ রাজ্য শাসনে অভিজ্ঞতা আদান প্রদানকে গভীরতর করার উপায়গুলো অন্বেষণ করতে এবং তাদের উন্নয়ন কৌশলগুলোকে সমন্বয় করতে সম্মত হয়েছে।

চীন পুনর্ব্যক্ত করেছে, দ্বিপাক্ষিক সম্পর্ক তার বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে একটি অগ্রাধিকার। শি পাকিস্তানের সার্বভৌমত্ব, জাতীয় স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে পাকিস্তান জোর দিয়ে বলেছে, এটি তার পররাষ্ট্র নীতির ভিত্তি। নিয়ন্ত্রিত কাশ্মীরের পরিস্থিতির সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কেও চীনকে অবহিত করেছে পাকিস্তান। শি বলেছেন, জম্মু ও কাশ্মীর বিরোধ জাতিসংঘের চার্টার, প্রাসঙ্গিক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন এবং দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী সঠিকভাবে ও শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত।

এছাড়াও দুই পক্ষই ২৬ মার্চ পাকিস্তানে দাসু জলবিদ্যুৎ প্রকল্পের চীনা কনভয়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে। এ বিষয়ে সতর্ক করে বলেছে, পাকিস্তান-চীন বন্ধুত্ব ও সহযোগিতাকে ক্ষুণ্ন করার কোনো প্রচেষ্টা কখনোই সফল হবে না। বৈঠকে দুই দেশের মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন।

২০২৪ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর শির সঙ্গে এটাই শাহবাজের প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী শাহবাজ তাকে ও তার প্রতিনিধি দলকে চীনে উষ্ণ ও সদয় স্বাগত জানানোর জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে চলতি বছরের মে মাসে পাকিস্তানের প্রবাসী আয়ে রেকর্ড হয়েছে। এই মাসে দেশটিতে ৩ দশমিক ২৪৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। যা এক বছর আগের তুলনায় ৫৪ দশমিক দুই শতাংশ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *