হামাস ‘সন্ত্রাসী’ নয়, ‘স্বাধীনতাকামী’ সংগঠন: এরদোগান

লেবাননে ইসরাইলি হামলা, নিন্দা জানিয়ে যা বললেন এরদোগান

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৮:২৮ পূর্বাহ্ণ

লেবাননে ইসরাইলের সাম্প্রতিক সামরিক অভিজানের নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

শনিবার সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় তিনি লেখেন, ‘৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলের গণহত্যা, দখল এবং আগ্রাসনের নীতি এখন লেবানন এবং লেবানিজ জনগণের ওপর নিবিষ্ট হয়েছে’।

লেবাননের জনগণের জান-মাল, বিশেষ করে শিশুদের ক্ষতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে এ ঘটনাগুলোকে ‘নিষ্ঠুর আক্রমণ’ বলে অভিহিত করেন এরদোগান।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাহলের কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য সমালোচনা করে বলেন, যখন তেলআবিব ‘তার সমর্থকদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ সহায়তা’ পায়, তখন তা ‘বেআইনি, মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করে’ আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘ইসরাইলের নির্লজ্জ রাজনীতি, যা গাজা এবং রামাল্লাতে দেখা গেছে, তা এখন লেবানন এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে দেওয়া উচিত নয়’।

তিনি যোগ করেন, ‘কোনো বিবেকবান ব্যক্তি এমন একটি গণহত্যা মেনে নিতে, এর বৈধতা দিতে বা বৈধ বলে মনে করতে পারেন না’।

তুর্কি প্রেসিডেন্ট এ সময় বিশ্ব সংস্থাগুলোর, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি ইসলামি বিশ্বের প্রতি ইসরাইলি আক্রমণের বিরুদ্ধে ‘শক্তিশালী অবস্থান’ নেওয়ারও আহ্বান জানান।

এরদোগান লেবাননের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, তার দেশ ‘এই কঠিন সময়ে লেবানিজ জনগণ এবং সরকারের পাশে থাকবে’।

তিনি এ সময় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ইসরাইলের এই ‘অমানবিক আক্রমণের’ নিন্দা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *