যে কারণে শান্তিতে নোবেল পেল জাপানের সংগঠন নিহন হিদানকিও

যে কারণে শান্তিতে নোবেল পেল জাপানের সংগঠন নিহন হিদানকিও

আন্তর্জাতিক

অক্টোবর ১২, ২০২৪ ৬:০২ পূর্বাহ্ণ

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাপানের সংগঠন নিহন হিদানকিও। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের লক্ষ্যে কাজ করে এ পুরস্কার পেল সংগঠনটি। পুরস্কার পাওয়ার পর সংগঠনটি নিয়ে আগ্রহ জন্মেছে। কী কারণে নোবেল পেল এই সংগঠনটি তা নিয়ে চলছে আলোচনা।

১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের নিয়ে গঠিত হয় এই সংগঠন। তখন এর নাম ছিল হিবাকুশা। সংগঠনটি গঠিত হওয়ার পর থেকেই পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে কাজ করে যাচ্ছিল। চলতি বছর বিশ্বজুড়ে পারমাণবিক বোমা নিয়ে উত্তেজনার মধ্যে এই সংগঠনটিকে শান্তিতে নোবেল পুরস্কার দিল কমিটি।

এ ব্যাপারে নরওয়েজিয়ান নোবেল কমিটি বলছে, ‘এই পুরস্কারের মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে, পারমাণবিক অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়।’

নোবেল কমিটি আরও বলছে, ‘একদিন, হিরোশিমা এবং নাগাসাকি থেকে বেঁচে যাওয়া পারমাণবিক বোমারা ইতিহাসের সাক্ষী হিসেবে আর আমাদের মধ্যে থাকবে না। কিন্তু তাদের স্মরণে একটি শক্তিশালী সংস্কৃতি জাপানের নতুন প্রজন্ম তাদের অভিজ্ঞতা এবং বার্তাকে এগিয়ে নিয়ে যাবে।’

হিবাকুশা শান্তিতে নোবেল পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) পরিচালক ড্যান স্মিথ। তিনি বলেন, ‘যেমন সোভিয়েত এবং মার্কিন নেতা গর্বাচেভ এবং রেগান ১৯৮৫ সালে বলেছিলেন, পারমাণবিক যুদ্ধ কখনই জেতা যায় না এবং কখনো লড়াই করা উচিত নয়। হিবাকুশা প্রতিদিন আমাদের সেটিই মনে করিয়ে দেয়।’

নোবেল কমিটি পারমাণবিক নিষেধাজ্ঞা বজায় রাখতে সাহায্য করার জন্য নিহন হিডানকিওর প্রশংসা করেছেন। বলেছেন, ‘মানবতার জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের পূর্বশর্ত এটি। গত প্রায় ৮০ বছরে যুদ্ধে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়নি। এই বছরের পুরস্কারটি দেওয়া হয়েছে যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা চাপের মধ্যে রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *