বিপিএলে শরিফুল রিশাদ তাওহিদরাও পাবেন ৬০ লাখ করে

বিপিএলে শরিফুল রিশাদ তাওহিদরাও পাবেন ৬০ লাখ করে

খেলা

অক্টোবর ১১, ২০২৪ ৫:৪৭ পূর্বাহ্ণ

সবকিছু ঠিক থাকলে ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। তার আগে আগামী সোমবার হবে বিপিএলের নিলাম।

নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন দেশের ১২ জন ক্রিকেটার। সেই তালিকায় জায়গা পেয়েছেন তরুণ তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন, পেস বোলার শরিফুল ইসলাম ও তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

সর্বোচ্চ এ ক্যাটাগরিতে বরাবরের মতোই আছেন-  সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও নাজমুল হোসেন শান্ত।

এবারে ড্রাফটে সব মিলিয়ে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম জানা গেছে। প্লেয়ার ড্রাফটে সবমিলিয়ে ছয়টি ক্যাটাগরি তৈরি করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটগরিতে ৬০ লাখ টাকা পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা।

অন্যদিকে সর্বনিম্ন ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১০ লাখ। গত আসরের তুলনায় পারিশ্রমিক কিছুটা কমেছে। গত আসরে সর্বোচ্চ ক্যাটাগরিতে ছিল ৮০ লাখ টাকা।

সর্বোচ্চ  ‘এ’ ক্যাটাগরি ক্রিকেটারদের প্রতি ৭ ফ্র্যাঞ্চাইজির নজর থাকবে এটাই স্বাভাবিক। দেশের তারকা ক্রিকেটাররাই আছেন এই ক্যাটাগরিতে। তারা প্রত্যেকে পাবেন ৬০ লাখ টাকা।

৪০ লাখ টাকার ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতেও আছেন ১২ জন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন আছেন এই তালিকায়। এছাড়া আফিফ হোসেন, এনামুল হক বিজয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, শেখ মেহেদী ও তানভীর ইসলামরাও আছেন এই ক্যাটাগরিতে।

‘সি’ ক্যাটাগরিতে আছেন ২২ জন। তারা পাবেন ২৫ লাখ টাকা করে। তারা হলেন- সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, ইমরুল কায়েস, নাহিদ রানা, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান, নাঈম শেখ, তাইজুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোসাদ্দেক হোসেন ও মমিনুল হক।

‘ডি’ ক্যাটাগরিতে আছেন ২৮ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ২০ লাখ। এই তালিকায় আছেন- আকবর হোসেন, জিসান আলম, রিপন মণ্ডল, আরিফুল হক, মৃত্যুঞ্জয় চৌধুরী, সাদমান ইসলাম, সোগাহ গাজী ও রুবেল হোসেনরা।

‘ই’ ক্যাটাগরিতে আছেন ৫১ জন। তারা পাবেন ১৫ লাখ করে। আর ‘এফ’ ক্যাটাগরিতে আছেন ৬৩ জন। তারা পাবেন ১০ লাখ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *