প্রবাসী ও ছাত্রজনতার উদ্যোগে রাস্তা সংস্কারোত্তর- রশি টানাটানি ও পাতিল ভাঙ্গা খেলা অনুষ্ঠিত

দেশজুড়ে

সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ

জাহাঙ্গীর আলমঃ

ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বাঘাড়া বাজার- সাগরদিঘী পর্যন্ত ৫ কিলোমিটার ( আইডি- ৩৯৩২৮৪০৪২) দৈর্ঘ্যের রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা। সাগরদিঘী বাজার থেকে মনতলা গ্রাম পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা পাকা হলেও বাকি ২ কিলোমিটার রাস্তা মনতলা টু বাঘাড়া বাজার পর্যন্ত কাঁচা। এতে দুর্ভোগে পড়েছে প্রায় শতাধিক কাঁচামাল ব্যবসায়ীরা। এই জনদুর্ভোগ কমাতে মনতলা থেকে বাঘাড়া বাজার পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা পাকা করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন স্থানীয় এলাকাবাসী।

কিন্তু হঠাৎ সরকার পতন হওয়ায় আদৌ এ রাস্তার কাজ কবে শুরু হবে তা নিশ্চিত নয়। তাই রাস্তাটি দিয়ে যেন ন্যূনতম চলাচল করা যায় সেই লক্ষে এলাকার প্রবাসী ও ছাত্রজনতা একত্রিত হয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। প্রবাসী, ছাত্রজনতা ও গ্রামবাসীর সহযোগিতায় ৯ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত রাস্তাটির সংস্কার কাজ করা হয়েছে। এতে অগ্রণী ভূমিকা পালন করেছেন প্রবাসীরা। প্রায় ২০ জন প্রবাসী নগদ টাকা দিয়ে রাস্তা সংস্কারে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

রাস্তা সংস্কারের পর ১৩ সেপ্টেম্বর বাঘাড়া বাজার স্কুল মাঠে বেলা ৩.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে রশি টানাটানি ও পাতিল ভাঙ্গা খেলা। রশি টানাটানি খেলায় অংশগ্রহণ করেছে ছেলের বাবা বনাম মেয়ের বাবা। উক্ত খেলায় জয় লাভ করে ছেলের বাবা। খেলা শেষে বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন ছাত্রজনতা।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে খেলায় অংশগ্রহণকারীরা বলেন, আমরা খেলাটি খুব উপভোগ করেছি। এরকম নিরপেক্ষ খেলা বাঘাড়ায় এর আগে কবে খেলেছি তা মনে নেই। এ খেলা দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য মানুষ এসেছে। সকলকেই ধন্যবাদ জানাই যারা এ খেলা উপভোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *