‘পালিয়ে গিয়ে ভালো সিদ্ধান্ত নিচ্ছে রুশ সেনারা’

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ১১, ২০২২ ৮:০৮ পূর্বাহ্ণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শনিবার একটি ভিডিও বার্তায় বলেছেন, পাল্টা আক্রমণ শুরু করার পর এখন পর্যন্ত ২ হাজার বর্গ কিলোমিটার জায়গ স্বাধীন (পুনর্দখল) করেছে ইউক্রেনের সেনারা।

শনিবার খবর আসে খারকিভের গুরত্বপূর্ণ শহর ইজিয়াম ছেড়ে পালিয়ে গেছে (পিছু হটেছে) রুশ সেনারা৷

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন পালিয়ে গিয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে রুশ সেনারা৷

এদিকে বর্তমানে দুই দিকে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনের সেনারা৷ একটি চলছে খারকিভে৷ অপরটি দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে।

ইউক্রেনের সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের সেনারা দক্ষিণ দিকে কয়েক কিলোমিটার করে অগ্রসর হচ্ছে৷ কিছু কিছু অঞ্চলে একদিনে ১২ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে তারা৷

তাদের দ্রুতগতির আক্রমণের কারণে ইজিয়াম ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে রাশিয়া৷ ৫৫ হাজার মানুষের শহর ইজিয়াম দখল করতে ছয় সপ্তাহ পরিশ্রম করেছিল রুশ সেনারা৷ রসদ পরিবহনের ক্ষেত্রে এটি বেশ গুরৃত্বপূর্ণ৷ কিন্তু ইউক্রেনীয় সেনারা সপ্তাহখানেক অভিযান চালিয়েই শহরটি পুনর্দখল করেছে।

তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে সেনাদের পুনরায় সংঘটিত করতে ইজিয়ামে অবস্থানরত সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *