চীনে পথচারীদের ওপর উঠে গেল চলন্ত গাড়ি, নিহত ৮

চীনে পথচারীদের ওপর উঠে গেল চলন্ত গাড়ি, নিহত ৮

আন্তর্জাতিক

জুলাই ২৮, ২০২৪ ৯:২৪ পূর্বাহ্ণ

চীনের মধ্যাঞ্চলের একটি প্রধান শহরে পথচারীদের ওপর একটি চলন্ত গাড়ি উঠে পড়ার ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

শনিবার (২৭ জুলাই) স্থানীয় সময় ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। তবে চালক ইচ্ছাকৃতভাবে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন কি না তা জানা যায়নি।

দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হুনান প্রদেশের রাজধানী চাংশায় মধ্যরাতের পরপরই এই দুর্ঘটনা ঘটেছে।

বিবৃতিতে পুলিশ বলেছে, রাতে আচমকা একটি মোটর গাড়ি পথচারীদের ধাক্কা দিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আটজন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘‌‌ওই এলাকায় বসবাসকারী ৫৫ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে,’ বলে বিবৃতিতে বলা হয়েছে।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার অভাবে চীনে প্রায়ই এই ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে অতীতে যানবাহন ব্যবহার করে হামলার ঘটনারও রেকর্ড রয়েছে। তবে শনিবার রাতের এই ঘটনা উদ্দেশ্যমূলক কি না সেই বিষয়ে পুলিশ কোনও ইঙ্গিত দেয়নি।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *