ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৭:৪৮ পূর্বাহ্ণ

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর মারাত্মক বোমা হামলার জবাব হিসেবে ইতোমধ্যেই তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে ৩টি সামরিক ঘাঁটিও রয়েছে।

সোমবার সন্ধ্যায় তিনটি পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ ইসরাইলের দখলকৃত অঞ্চলে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর ওপর ভারি ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন এবং লেবানন ও তার জনগণকে রক্ষার উদ্দেশ্যে হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

হিজবুল্লাহর প্রথম বিবৃতিতে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর রামাত ডেভিড ঘাঁটি এবং বিমানবন্দরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

দ্বিতীয় বিবৃতিতে জানানো হয়েছে, একই দিনে উত্তর ইসরাইলের হাইফার জোফুলন এলাকার রাফায়েল সামরিক শিল্প কমপ্লেক্সও হিজবুল্লাহর কয়েক ডজন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে।

তৃতীয় বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীটির যোদ্ধারা আরও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের আইন জায়তিম ঘাঁটিতেও আক্রমণ করেছে।

হিজবুল্লাহ এ হামলাগুলোকে ফিলিস্তিনিদের প্রতিরোধ এবং লেবাননের প্রতিরক্ষার অংশ হিসেবে অভিহিত করেছে।

এর আগে, সোমবার সকালে দক্ষিণ লেবাননে চালানো ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৩০০ মানুষ হতাহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ হামলায় ২৭৫ জন নিহত এবং ১০২৪ জন আহত হয়েছে।

ইসরাইলের হামলাগুলো লেবাননের দক্ষিণের গ্রাম ও শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এতে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *