আজ থেকে ৪ দিনের ছুটি শুরু, ঢাকা ছাড়ছে মানুষ

আজ থেকে ৪ দিনের ছুটি শুরু, ঢাকা ছাড়ছে মানুষ

জাতীয় স্লাইড

অক্টোবর ১০, ২০২৪ ৬:৪৮ পূর্বাহ্ণ

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। রোববার পর্যন্ত টানা চার দিনের ছুটি কাটাবেন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

এরই মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

এর পরদিন রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। ছুটি উদযাপনে গতকাল বুধবার অফিস শেষে রাজধানী ছেড়েছে হাজারো মানুষ। ফলে রাজধানীর প্রবেশ ও বহির্মুখ সায়েদাবাদ, গাবতলী বাস কাউন্টারে উপচে পড়া ভিড় ছিল। সায়েদাবাদ বাস কাউন্টারে শত শত মানুষের ভিড় দেখা গেছে।

গতকালের টিকিট না পেয়ে অনেককে বৃহস্পতিবারের অগ্রিম টিকিট কাটতেও দেখা গেছে। গাবতলী বাস টার্মিনালের টিকিট কাউন্টারেও একই দৃশ্য দেখা গেছে।

এবার দুর্গাপূজায় লম্বা ছুটি। টানা চার দিনে ছুটির অবসরে নাগরিকরা বেড়াতে যাচ্ছে দেশের নানা পর্যটনকেন্দ্রে। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় হবে কক্সবাজারে। কক্সবাজারে সৈকতে ছুটির চার দিনে সমাগম ঘটবে ছয় লাখের বেশি পর্যটকের। এর মধ্যে ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের দিনই দুই লাখ মানুষের সমাগম আশা করা হচ্ছে। এরই মধ্যে হোটেল-মোটেলের শতভাগ কক্ষ বুকিং হয়ে গেছে।

কক্সবাজারের হোটেল মালিকদের ধারণা, বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত চার দিনে অন্তত ছয় লাখ পর্যটকের সমাগম ঘটবে।

পর্যটকের সমাগম ঘিরে হোটেল-রেস্তোরাঁ, শুঁটকি, শামুক-ঝিনুক দিয়ে তৈরি রকমারি পণ্যসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা চাঙ্গা হয়ে উঠেছে। শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট, গেস্টহাউস, কটেজগুলোতে দৈনিক ধারণক্ষমতা এক লাখ ৮৭ হাজার মানুষের।

পর্যটক টানতে গত ১৫ থেকে ২০ দিন কক্ষ ভাড়ার বিপরীতে সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড়ের বিশেষ ঘোষণা দিয়েছিল হোটেল মালিক কর্তৃপক্ষ। কক্সবাজার হোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, পর্যটকের চাপ বেড়ে যাওয়ায় এখন সেই ছাড় প্রত্যাহার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *