পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাকির আহমেদ খান

দেশজুড়ে

সেপ্টেম্বর ৫, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ

শওকত আলী হাজারী।।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অষ্টম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান ।

রবিবার ১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ সকালে ঢাকায় পিকেএসএফ ভবনে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন । এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক একিউএম গোলাম মাওলা, মোঃ মশিয়ার রহমান, ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ, মুহম্মদ হাসান খালেদ এবং ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দায়িত্ব গ্রহণের পর জাকির আহমেদ খান পিকেএসএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি পিকেএসএফ-এর কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ২০২৪ তারিখে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী তিন বছরের জন্য তিনি পিকেএসএফ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাকির আহমেদ খান ১৯৭০ সালে পাকিস্তান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে যোগদানের পূর্বে অর্থনৈতিক গবেষণা ব্যুরোতে রিসার্চ অ্যাসোসিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে খণ্ডকালীন প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাকির আহমেদ খান

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কা অঞ্চলের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থ সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। চাকরিকালে তিনি বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ, সংস্থাপন, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিভিন্ন ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন।

এছাড়া, বাংলাদেশ সরকারের পাবলিক সেক্টর ফিন্যান্সিয়াল রিফর্ম প্রোগ্রামে একজন সিনিয়র জাতীয় পরামর্শক হিসেবে এবং জাতিসংঘ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) এবং জাতিসংঘের ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা-তে বহিঃনিরীক্ষক হিসেবে কাজ করেন তিনি।

জাকির আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং বেলজিয়ামের ব্রাসেলসের ভ্রেইয়া (Vrije) বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। তিনি হুবার্ট হামফ্রে ফেলো হিসেবে যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে ডিভেলাপমেন্ট ইকোনমিক্স অ্যান্ড ডিভেলাপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে অধ্যয়ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *