পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি কমপ্লেক্স প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির একান্নবর্তী কমিটি গঠন

দেশজুড়ে

জুন ২৬, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ণ

সোহেল রায়হান।।

নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের দক্ষিনবঙ্গের স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ও বিএম ডিগ্রি কলেজ” সহ এই কমপ্লেক্স/শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রাক্তন শিক্ষার্থীদের একটি অ- রাজনৈতিক, সেচ্ছাসেবী মানব ও ছাত্র কল্যানমূখী সংগঠন – পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি কমপ্লেক্স প্রাক্তন ছাত্র কল্যান সমিতির দ্বিতীয় বারের মতো ৩ বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয় গত ২০ জুন বৃহস্পতিবার সমিতির প্রধান কার্যালয়ে। এ সময় আগের কমিটি বিলুপ্ত করে এবং  সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পুনর্বহাল রেখে কিছু রদবদলের মাধ্যমে ৩ বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এই একান্নবর্তী পূর্নাঙ্গ কমিটির মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন বিষয়ক সম্পাদক ও সহ সম্পাদক হিসেবে মোট ২৪ জন নির্বাচিত হয়েছেন। বাকী ২৭ জন নির্বাহী সদস্য হিসেবে গৃহীত হয়েছেন। এরই ধারাবাহিকতায় নতুন পূর্নাঙ্গ কমিটির একটি খসরা ও এই সমিতির কার্যনির্বাহী বিধিমালা বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরকৃত অনুমোদনকল্পে চুড়ান্ত করা হয়।

উল্লেখ্য এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে, মেধাবী ও অসহায় ছাত্র ছাত্রীদের আর্থিক ও আনুষাঙ্গিক অনুদান সহ বৃত্তি ও বিভিন্ন সহযোগিতা করার লক্ষ্যে, প্রতিষ্ঠানের বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশগ্রহণ ও পরিচালনা সহ নানাবিধ সমাজকল্যাণ তথা শিক্ষা বিস্তারে কল্যানকর সকল কর্মকাণ্ডে বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী সহ সকলে মানবকল্যানে সহযোগিতা করে আসছে। এই সংগঠন বা সমিতি ২০১৯ সাল থেকে শিক্ষা বিস্তারে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে ব্যাপক ভূমিকা পালন করে আসছে।

উক্ত কমিটি গঠন ও সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি কমপ্লেক্সের দাতা/ প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম শামসুল হক (সাবেক সচিব,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি কমপ্লেক্স প্রাক্তন ছাত্র কল্যান সমিতির অন্যতম উপদেষ্টা ইন্জিনিয়ার আশরাফুল হক (রিপন)।

পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বিএম ডিগ্রি কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম। পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি কমপ্লেক্স প্রাক্তন ছাত্র কল্যান সমিতির অন্যতম উপদেষ্টা মাসুদ সিদ্দিক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি কমপ্লেক্স প্রাক্তন ছাত্র কল্যান সমিতির সাবেক ও বর্তমান সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনির,সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক মোঃ আবু ইমরান, মিজান মাহমুদ,খায়রুল আলম টুটুল, জহির হাওলাদার, মাসুম বিল্লাহ, আবু রায়হান, রফিকুল ইসলাম, কামরুল হাসান, আহসান জামিল সৌরভ সহ সমিতিতে সংশ্লিষ্ট অন্যান্য সদস্যবৃন্দ ও প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব এম শামসুল হক বলেন- শিক্ষা বিস্তারে এবং অসহায় ও মেধাবী ছাত্র ছাত্রীদের কল্যানে কাজ করার প্রত্যয়ে সবাইকে সামনের দিকে অক্লান্ত পরিশ্রম ও আর্থিক অনুদানের মাধ্যমে সেচ্ছায় এগিয়ে এসে কল্যানমূখী কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। তিনি বলেন এ ব্যাপারে তিনি এবং তার প্রতিষ্ঠানের সর্বাত্মক সহযোগিতা সবসময় থাকবে।
বিশেষ অতিথি এই কল্যান সমিতির অন্যতম উপদেষ্টা ইন্জিনিয়ার এস এম আশরাফুল হক রিপন রেমালের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের এই শিক্ষা প্রতিষ্ঠানের কিছু ছাত্র ছাত্রীদের মাঝে প্রাক্তন ছাত্র কল্যান সমিতির নেতৃবৃন্দের তত্বাবধানে আর্থিক অনুদান প্রদান করেন।

পরিশেষে পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি কমপ্লেক্স প্রাক্তন ছাত্র কল্যান সমিতির সভাপতি এই প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে একাগ্রচিত্তে সেচ্ছায় সবাই একতাবদ্ধ হয়ে শিক্ষা বিস্তারে ও মানব কল্যানে কাজ করার দৃড়প্রত্যয় ব্যাক্ত করে ও উপস্থিত সকলেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *